🔹Marlowe কে The father of English Tragedy বলা হয়।

🔹 Marlowe ছিলেন একজন University Wit.

🔹 Shakespeare এর সময়ের great playwright.

🔹তাঁর The Jew (জ্যু) of Malta (Malta-র ইহুদি, চড়া সুদখোর): এ নাটক থেকেই Shakespeare তাঁর The Merchant of Venice লিখেছেন বলে ধারণা করা হয়।

🔹তাঁর নাটকগুলো অমিত্রাক্ষর ছন্দে [Blank Verse] লিখিত। তাঁর পূর্বে এতটা নিপুনতা এবং শক্তির পরিচয় কেউ দিতে পারেননি। মার্লোর Mighty Line বা অমিত্রাক্ষর চরণ ইংরেজি নাটকের ইতিহাসে বিখ্যাত।

🔹মাত্র ২৯ বছর বয়সে গুপ্তচরের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

🧿তার খ্যাতনামা নাটক :

1. Tamburlaine the Great [ট্যাম্বারলেইন দি গ্রেট (প্রথম ও দ্বিতীয় পক্ষ)] এটি মোগল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর লংকে নিয়ে লেখা।

2. The Tragical History of Doctor Faustus (দ্যা ট্র্যাজিকাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস)  Marlowe এর সেরা রচনা।

3. Jew of Malta [দি জ্যু অব মাল্টা] (Malta-র ইহুদি, চড়া সুদখোর)

4. Edward-II (1592) 

🧿বিখ্যাত কবিতা:

🔹 'The Passionate Shepherd to His Love' 4 এবং Hero and Leader

🔹তাঁর অন্যতম lyric (গীতিকবিতা), The Passionate Shepherd.

(Quotations: 

Come, live with me and be my love,

And we will all the pleasures prove.)